শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২কোটি টাকার ভারতীয় সিগারেটসহ আটক-১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২০, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

রাঙামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২কোটি টাকার ভারতীয় সিগারেটসহ ১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মধ্য রাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে এই সকল সিগারেট আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের দিকনির্দেশনায় শুক্রবার ভোরে সরকারী শুল্কবিহীন ভারতীয় সিগারেট রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে আটক করা হয়। তিনি জানান ভারত থেকে আনা এসকল সিগারেট অভিনব কায়দায় চট্টগ্রামে পাচারের সময় বস্তাবন্ধী সিগারেট গুলো আটক করা হয়।

ডিবি ওসি জানান, আমরা আগে থেকেই খবর পেয়ে রাঙামাটি শহরের ভেদভেদীতে অবস্থান নিয়েছিলাম। পরবর্তীতে প্রাপ্ত তথ্যানুসারে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক থামিয়ে তল্লাসী চালালে আমরা ১৬০ কার্টুন অবৈধ সিগারেটসহ জুয়েল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছি। আটককৃত সিগারেটের বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ টাকা।

তিনি জানান, দূর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে পার্বত্য রাঙামাটিতে আনা হচ্ছে ভারতীয় নামী-দামি বিভিন্ন ব্রান্ডের সিগারেট। সাম্প্রতিক সময়ে এই অবৈধ সিগারেট পাচারকারি সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে রাঙামাটির গোয়েন্দা পুলিশের বিশেষ টিম।

এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে ডিবির ওসি বলেন, অবৈধ চোরাচালানকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরআগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পোড়া স’মিল এলাকায় কাপ্তাই হ্রদে অভিযান দিয়ে যাত্রীবাহি স্পীডবোট থেকে ১৯ লাখ টাকার সিগারেটসহ একজনকে আটক করেছিলো ডিবি পুলিশ।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার আটককৃত সিগারেটগুলো মূলত কাপ্তাই দিয়ে কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম পাচার করা কথা ছিলো। কিন্তু কাপ্তাই থানা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার দিবাগত রাতে প্রায়৩’শ কার্টুন ভারতীয় সিগারেট আসামবস্তি সড়ক দিয়ে ঝগড়াবিল এলাকায় এনে রাখা হয়। পরবর্তীতে এসব সিগারেট দু’টি ট্রাকে করে অভিনব কায়দায় জ্বালানি গ্যাসের সিলিন্ডার চারদিকে সাজিয়ে মাঝখানে সিগারেটের বস্তা রেখে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় চোরাচালান সিন্ডিকেট চক্র।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের তীরবর্তি বাশঁ ঝাড়ের নিচে এবং আশেপাশের কয়েকটি বাড়িতে সিগারেট ভর্তি বস্তাগুলো লুকিয়ে রাখা হয়েছে। এদিকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে জেলা পুলিশ। এর আগে ৩-৪ দফায় শহরের বিভিন্ন স্থান ও মানিকছড়ি চেক পোষ্ট হতে পাচারকালে বিদেশী সিগারেট উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনী। তবে এই চোরাচালানের সাথে অনেক বড় বড় রাঘব বোয়াল জড়িত রয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী একটু গভীরে গেলে সিন্ডিকেট চক্রের সবাই ধরা পড়বে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: