কাউখালীতে আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়। তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এই স্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কাযালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার অজয় চত্রুবতি, উপজেলা কৃষি অফিসার রাশেল সরকার,প্রানী সম্পদ কমকতা সুচায়ন চৌধুরী,তথ্য আপা নিলজ্ঞনা তংচংগা প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানানো তিনি। কাউখালী উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫১ হাজার ৬৩৪ জন।