রাবিপ্রবি’র প্রীমিয়ার লীগ ত্রিকেট খেলার শুভউদ্ধোধন করা হয়। গতকাল বুধবার বিকাল দুপুর ১টা ৩০মিনিটের সময় রাবিপ্রবি’র কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে রাবিপ্রবি প্রীমিয়ার লীগ ক্রিকেট খেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, খেলাধূলা হচ্ছে একটি ইতিবাচক দিক। যারা খেলাধুলা করে, গান করে এবং ইতিবাচক চর্চা করে করে; আমি মনে করি তারা সমাজে যে নেতিবাচক চর্চাগুলো রয়েছে সেগুলো দূর করতে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের খেলাধূলাসহ নানা ইতিবাচক ভূমিকার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার আহবান জানান। উদ্বোধনী খেলায় স্ট্রাইকার্স অফ অঙ্কুর বনাম কমল স্মৃতি ফাউন্ডেশন অংশগ্রহণ করে। খেলায় কমল স্মৃতি ফাউন্ডেশনকে হারিয়ে স্ট্রাইকার্স অফ অঙ্কুর বিজয় অর্জন করে।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী এর রাঙামাটি জোন এর উপ-অধিনায়ক মেজর মুকতাদির, রাবিপ্রবি’র সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।