বুধবার, মার্চ ২২News That Matters

সাজেকের দুর্গম উদলছড়িতে স্কুল করে দিলো বিজিবি

শেয়ার করুন:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম উদলছড়িতে স্কুল প্রতিষ্ঠা করে দিয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মিজানুর রহমান (পিএসসি)’র প্রতিনিধি হিসেবে উদলছড়ি বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন নবনির্মিত স্কুলের উদ্বোধন করেন।

নিজ এলাকায়  স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার কারবারী মোহনলাল কান্তি চাকমা বলেন,  দূর্গম এ অঞ্চলে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় অবহেলিত শিক্ষা বঞ্চিত শিশুরা শিক্ষার আলোতে আলকিত হবে।

স্কুলটি প্রতিষ্ঠা করায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *