৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে ফাইনালে রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় জয়লাভ করেন।
সোমবার (১৭ই ফেব্রুয়ারি) চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২৪ রানে নোয়াখালী জেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে আঞ্চলিক পর্যায়ে ফাইনালে জয়ী হয়।
নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ফাইনালে জয়ী হওয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিষিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক মোরশেদুল আলম কাদেরী, ফয়সাল আমিন কাদেরী, কাপ্তাই হাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু তাদের কে অভিনন্দন জানিয়েছেন।