লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক রফিকুন্নেছার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আমির মাওলানা নাছির উদ্দীন, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, মীর শাহআলম সহ প্রমুখ। এসময় শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করেন জান্নাতুল ফেরদাউস ঝুমা এবং বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রেখেছেন আবিদা সুলতানা সরকার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে বলেন, পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। নবীন ও বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ তোমারা আগামীর বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখতে নিজেদের লেখা পড়ার মাধ্যমে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা।
শেষে মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাদুর রশিদ দোয়া মুনাজাতের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি করেন।