খাগড়াছড়ির বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ দিদারুল আলম এর সৌজন্যে জেলার অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২৫ মার্চ, ২০২৪ইং) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শাহজাহান, খাগড়াছড়ি প্রেস ক্লাবে সাবেক সভাপতি জীতেন বড়ুয়া উপস্থিত ছিলেন।
মাহে রমজান মাস উপলক্ষ্যে প্রায় জেলার অর্ধশত অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।