রাঙামাটি রিজার্ভ বাজার এলাকা কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন নামে এক শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।
স্থায়ীয়রা সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে এটি হত্যাকান্ড নাকি দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গত ৬ দিন ধরে গিয়াস উদ্দিন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।এনিয়ে কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন স্বজনরা।
রাঙামাটি পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা ভেসে থাকা লাশটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোতয়ালী থানার এএসআই ক্যা হ্লা চিং বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কয়েকদিন হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন আরিফ বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। গিয়াস উদ্দিনের নিখোঁজ নিয়ে তার পরিবার গত ৪ দিন আগে কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।