‘তোমার আমার বাংলাদেশে, ভােট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হতে একটি র্যালি পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন এর সভাপতিত্বে র্যালি-আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শহর সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন সহ সরকারী- বেসরকারী কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমূখ।