রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সহায়তায় সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগলে প্রাথমিক করণীয় সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহড়ার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, কিছু কিছু অগ্নিকাণ্ড প্রকৃতিগতভাবে সৃষ্ট আবার কিছু কিছু অগ্নিকাণ্ড মানুষের ভুলের কারনে হয়। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যাালি অনুষ্ঠিত হয়।