মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেন, কর্মক্ষম বয়সের অসচ্ছল ও হতদরিদ্র সব নারীদের জন্য সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছে বর্তমান সরকার। মঙ্গলবার সকালে রাঙামাটি সার্কিট হাউজ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিতব্য ‘পার্বত্য চট্টগ্রামে সামাজিক সুরক্ষা কর্মসূচিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে সমস্যা সমূহ বিশ্লেষণ ও কর্মপরিকল্পনা প্রস্তুতি বিষয়ক অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিপরিচালক আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের কর্মক্ষম বয়সের অতিদরিদ্র নারীদের আয় বর্ধনমূলক কাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলা যাতে করে তারা নিজেদের খাদ্য নিরাপত্তা, পুষ্টির চাহিদা পুরণ ও আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতির উন্নয়নের অবদান রাখতে পারে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর সভাপতিত্বে এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা ইসলাম, উপ-পরিচালক (প্রশাসন) নিলুফার রহমান, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।