জুরাছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনিল কুমার চাকমা অবসরজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত প্রশাসনিক কর্মকর্তা সুমন চাকমাকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮মে) জুরাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি জোন উপ অধিনায়ক মেজর মোঃ ফয়সাল মাহমুদ অনিকে, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বিদায়ী অনিল কুমার চাকমা প্রমুখ। পরে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা অনিল কুমার চাকমা ও নবাগত প্রশাসনিক কর্মকর্তা সুমন চাকমাকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেশ ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথি বৃন্দ।