বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালায় চেয়ারম্যানের খামখেয়ালি, ভিজিডি চাল নিতে এসে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুন ৫, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিজিডি চাল নিতে এসে অসুস্থ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদে আজ বিকাল সাড়ে ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। এতে দায়িত্ব অবহেলার অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনা চাকমা‘র বিরুদ্ধে। পরিষদে চেয়ারম্যানের চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখান চেয়ারম্যানের ছেলে এলটু চাকমা এ ঘটনায় ক্ষুব্ধ ইউপি সদস্যরা।

আজ বৃহঃস্পতিবার সকাল ৯ টা থেকে ৪৪০ জন বিজিডি কার্ডধারী চাল নিতে এসেছে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদে। সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত অপেক্ষা করেও চাল পায়নি এ সকল কার্ডধারী ব্যক্তিরা।

এদিকে বিকেলের দিকে এক নারী অসুস্থ হয়ে পড়লে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে আসা হয় অসুস্থ নারীকে। স্বাস্থ্য কমপ্লেক্স এর কত্যবরত চিকিৎসক জানিয়েছে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের বাসিন্দ ও প্রবাসী রুহুল আমিন এর স্ত্রী আকলিমা বেগম(২৫)।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেরুং ইউনিয় পরিষদের কর্মচারীদের চাল বিতরন করতে দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে ঝুমনা আক্তার নামে নারী জানান, সকাল ৯ টা হতে পরিষদের মাঠে বসে আছি অথচ চাল বিতরন শুরু করে সন্ধ্যার পরে। সুফিয়া বেগম নামে আরো এক নারী জানান, চাল বিতরন না করলে আমাদের বলেত পারতো তবে সারাদিন বসিয়ে রাখা হয়েছ।

মেরুং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সমিরন চাকমা জানান, চেয়ারম্যান তার ইচ্ছে মতো পরিষদের কাযর্যক্রম চালাচ্ছে। কোন ধরনের সমন্বয় করে না আমাদের সাথে। আজ চাল বিতরণের বিষয়ে আমরা কিছুই জানি না। তিনি আরো অভিযোগ করেন। মিনা চেয়ারম্যানের ছেলে এলটু চাকমা এখন মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করে চেয়ারে বসে থাকে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন আঙ্গুল তুলে কথা বলতেও দ্বিধাবোধ করে না।

এসময় মেরুং ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জমিলা হোসাইন লাইলী জানান, যেহুতু আজ ইউনিয়ন পরিষদে একজন নারী অসুস্থ হয়ে মারা গেছনে। আগে আমরা সেই বিষয়টি নিয়ে কাজ করি। তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেসব নিয়ে পরে কথা হবে। সেগুলো নিয়ে আমরা পরে বসবো এবং সমাধান করবো।

এদিকে মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনার সাথে কথা বলতে ইউনিয়ন পরিষদে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও মুঠোফোন সে রিসিভ করেনি। মেসেজ পাঠিয়েও রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. তনয় তালুকদার জানান, একজন অসুস্থ নারীকে হাসপাতেল আনার আগেই তার মৃত্যু হয়েছে । প্রথমিকভাবে ধারনা করা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট তার মৃত্যু হয়েছে।

দীঘিনালা উপজেলা প্রশাসনের নিবার্হী কর্মকর্তা অমিত কুমার সাহা জানান, একজন নারী অসুস্থ হয়ে মৃত্যু হওয়ার খবর পেয়েছি। ডাক্তারের সাথে কথা বলে জানতে পেরেছি তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, ভিজিডি চাল আনতে গিয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে কোন হস্তক্ষেপ করা হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে পালিত হলো গণহত্যা দিবস

কাপ্তাই ‘মর্জিনার মায়ের হোটেল’ মালিক আয়েশা বেগমের ঘুরে দাঁড়ানোর গল্প

সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ল ১২০টি স্থাপনা: ৩ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে

রামগড়ে আ.লীগের শতাদিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত / নারীকে সম্পত্তির অধিকার দিতে হেডম্যানদের কাজ করতে হবে-দীপংকর তালুকদার

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আটক

কাউখালীতে মহান একুশের নানান কর্মসুচি পালন

প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে পাহাড়ে ২১০ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে- দীপংকর তালুকদার

বিক্রি নয় স্বামী-সংসার আর স্বজনের বঞ্চনায় সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দত্তক দিতেই চেয়েছিলেন পাকুজ্যাছড়ির সোনালি চাকমা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: