রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাচালং সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) কাচালং সরকারি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন, যুগ্ম সম্পাদক আল আমিন, সহ-সভাপতি আবু ইসা, আমিনুল ইসলাম বাবু, সাইফুল্লাহ আল আজাদ এবং দপ্তর সম্পাদক মোখলেছ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু এবং বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত মোল্লা।
বৃক্ষরোপণ কর্মসূচির পর কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, “নবগঠিত কমিটির এটি প্রথম উদ্যোগ, যা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের সংগঠনের যাত্রা শুরু করল। আমরা যতদিন দায়িত্বে থাকব, ততদিন সংগঠনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
সাধারণ সম্পাদক নাইম উদ্দীন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও সমাজের কল্যাণে সদা সচেষ্ট থাকবে। আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি এবং ভবিষ্যতেও সঠিকভাবে সকল কর্মসূচি পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বৃক্ষরোপণ কর্মসূচিটি কলেজ প্রাঙ্গণকে সবুজায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।