কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধী ও অসস্বচ্ছল ব্যক্তিদের স্বচ্ছল করণের লক্ষে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১জুলাই) সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রতিবন্ধীর মাঝে এ ছাগল বিতরণ করা হয়।
এরই আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রিয়াদ উদ্দিন সিপু সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও প্রতিবন্ধী-অসস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ছাগল বিতরণ করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ডুলাহাজারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া)।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো: ফখরুদ্দিন, মো: ফরিদুল আলমসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।