বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি জেলার বৃহত্তর বনরূপা শাখার আয়োজনে গত শুক্রবার ( ৪ জুলাই) সন্ধ্যায় বনরুপার হ্যাপির মোড়স্থ রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে বর্ষবরণ অনুষ্ঠানের উদযাপিত হয়। এতে সংগঠনের বন্ধুদের পরিবেশনায় ঋতুভিত্তিক নাচ, গান এবং আবৃত্তি পরিবেশিত হয়।
বনরূপা শাখা সংসদ উদীচীর সহযোদ্ধা দ্বীপান্বিতা চন্দ ও অনিক দেবনাথের সঞ্চালনায় সভাপতি খোরশেদ আলম খোকন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়া ও সাংস্কৃতিক সম্পাদক মিন্টু বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সদস্য অনুজ চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বনরূপা শাখা সংগঠনের সাধারন সম্পাদক প্রীতম দত্ত। এসময় টিএন্ড টি ও তবলছড়ি উদীচী শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন “অপসংস্কৃতির যুগে সুস্থধারার সংস্কৃতির প্রচার ও প্রসারে উদীচী সাংস্কৃতিক সহযোদ্ধারা নিরলসভাবে কাজ করছেন”। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যেন সেন আর রনেশ দাশগুপ্তের আদর্শ বুকে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মানেএগিয়ে যেতে হবে।”