রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

৭২ এর মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে চাই- নাহিদ ইসলাম

প্রতিবেদক
জিয়াউর রহমান জুয়েল, রাঙামাটি
জুলাই ২০, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

৭২ এর সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন -‘আমরা এই মুজিববাদী সংবিধানকে বাতিল করে একটি সংবিধান তৈরি করতে চাই। এই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে, ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের সাথে অন্যন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে’।

আজ (রবিবার, ২০ জুলাই) রাঙামাটিতে এনসিপির দেশব্যাপী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

 

নাহিদ বলেন- ‘একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ-ই আমাদের প্রত্যাশা। যে বাংলাদেশে সকল ধর্ম, সকল জনগোষ্ঠী, সকল সম্প্রদায় একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো’।

নাহিদ ইসলাম আরও বলেন -‘পাহাড়ের যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে সে অশান্তি ও বিভেদকে দূর করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবো’।

 

নাহিদ বলেন- ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল, যার বড় শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বার বার সুবিধা নেয়ার চেষ্টা করে, আমরা এই দ্বিতীয় পক্ষকে আর সুবিধা নিতে দেব না। রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ, বিশ্বের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না, বিদ্বেষে রূপ নিতে পারে না’।

বেলা একটা ৩৮ মিনিটে রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে সভা মঞ্চে আসেন এনসিপি নেতারা। পরে ২টা ১০ এ সভা শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা শুরু করেন। সভাকে ঘিরে পুরো শহরকে নজিরবিহীন নিরাপত্তা চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। একইসাথে সতর্ক পাহারা বসায় প্রশাসন।

 

সভায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, রাঙামাটি জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যেতি চাকমা। এসময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য সারজিস আলম বলেন- ‘আমদের যদি যেকোন কথা এবং কাজে ভুল হয়, আমরা সংশোধন করে নিবো। কিন্তু কথার সাতে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনও গায়ে হাত দেয়া, মঞ্চে আগুন ধরিয়ে দেয়া, ব্যানার পুড়িয়ে দেয়া আর রক্তাক্ত লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র’।

সারজিস বলেন -‘আমরা স্পষ্ট করে বলি-আমরা যেমন আমাদের ভুল সংশোধন করবো, আমরা দেখবো আমাদের প্রবীণরা কী কথা বলছে। আমাদের প্রবীণরা যদি আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেয়ার কথা বলে, কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ছোট শব্দবাণে বিষোদগার করে। তাগলে আমরা বুঝে নেবো তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই’।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা বলেন-‘আমরা নতুন সংবিধান চাই, যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে’।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন- ‘সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইনসাফের রাজনীতি কায়েম হোক। এবং আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করবো। আমরা ভুলভ্রান্তির উর্ধে উঠে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্হা, সমাজ ব্যবস্হা গড়ে তুলতে পারি যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম-ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়’। এসময় তিনি স্লোগান দেন- ‘এই মুহূর্তে দরকার, বিচার এবং সংস্কার’ ‘পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসাথে’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’।
এদিকে রাঙামাটিতে এনসিপির পদযাত্রার সমাবেশের পরেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজারে এনসিপির নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেয়ার প্রতিবাদে এই বিক্ষোভ করে সংগঠনটি।

দুপুরে পৌণে তিনটায় রাঙামাটি শহরের কাঠালতলী বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে বনরূপা এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে দুপুর ২টা ১০ এ পূর্ব নির্ধারিত পদযাত্রার পথসভা সভা শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা শুরু করেন এনসিপির নেতারা।

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

সমাবেশে ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির বলেন- এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী বক্তব্যের কারণে এনসিপি নেতারা গতকাল কক্সবাজার থেকে ধাওয়া খেয়ে পালিয়েছেন। তার বক্তব্য একটি সভ্য রাজনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ আশা করে না। সালাউদ্দিন আহমেদকে নিয়ে বক্তব্য দেয়ায় রাঙামাটির ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়েছে। এবং রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে (এনসিপি) ১০ মিনিটের সময় বেঁধে দিয়েছিলাম। ধন্যবাদ জানাই ১০ মিনিটের আগেই তারা রাঙামাটি ত্যাগ করে পালিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

চলে গেলেন রাবিপ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. প্রদানেন্দু

সাজেকে আটকা পড়েছে ৪৬৫ পর্যটক ৩ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

কক্সবাজার বাঘখালী রেঞ্জের ৩৪০ গাছ উধাও

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৮ জন

কর্ণফুলী পেপার মিল আবার ঘুরে দাঁড়াবে -শিল্পমন্ত্রী

বিলাইছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ

রামগড়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুগ যুগ ধরে একই কর্মস্থলে ৯৩ শিক্ষক

error: Content is protected !!
%d bloggers like this: