রাঙামাটির কাপ্তাইয়ের সাবেক মেম্বার এবং প্রবীণ সমাজসেবক শতবর্ষী সৈয়দ সিরাজুল ইসলাম প্রকাশ মুন্সী মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ১০০ বছর।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাপ্তাই উপজেলা শাখার সভাপতি লোকমান আহমেদ এর শ্বশুর এবং কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহেদুল ইসলামের পিতা।
তার মৃত্যুতে কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ বলেন, মরহুম সৈয়দ সিরাজুল ইসলাম (মুসী মেম্বার) তিনি একাধারে একজন সমাজসেবক, সাবেক কাপ্তাই ইউনিয়ন পরিষদের মেম্বার। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে আজ বাদ যোহর কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজায়’র নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজা নামাজে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমির হারুনুর রশীদ, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সাংবাদিক সংগঠন সহ বিপুল সংখ্যক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি রাউজানের আন্ধার মানিক সৈয়দ আওলিয়ার বাড়িতে ২য় দফায় জানাজা পড়ানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।