রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে দীপু মল্লিক কে সভাপতি, বাবলু মল্লিককে সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ লিটন সাংগঠনিক সম্পাদক এবং ছোটন মল্লিক কে সহ সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩ নং ওয়ার্ডের বিএনপির কমিটি গঠনকল্পে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি হারুনুর রশীদ রতন ও আয়ুব খাঁন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জামান চৌধুরী রকি, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টার, সাংগঠনিক সম্পাদক নুর কবির।

 
         
                     
  







 
                                     
                                    








