বিএনপি কেন্দ্র ঘোষিত নতুন সদস্য ও নবায়ন কার্যক্রমের অংশ হিসাবে সমগ্র রাঙামাটি জেলার প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়নে কর্মসূচীকে সফল ও সার্থক করার লক্ষ্যে সোমবার (১১ আগস্ট) কাপ্তাই উপজেলার ৩নং ইউনিয়ন বিএনপির আয়োজনে নতুন সদস্য ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কেন্দ্র থেকে গঠিত টিমের রাঙামাটি জেলার টিম সদস্য মোর্শেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ-সভাপতি হারুন অর রশিদ রতন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোইমং মারমা, চিৎম্রং ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক।
এসম উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।