রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার (২৪ আগস্ট)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই  বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে ৪ টি স্কুল অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হন কাপ্তাই উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি এবং একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। বির্তক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা  শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর জামাল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না, কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং ও নুর বেগম মিতা এবং নির্বাহী সদস্য কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাহাবুব হাসান বাবু।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন।এসময় কমিটির সদস্য এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: