ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাঙ্গামাটি শাখার সম্মানিত গ্রাহক মেসার্স হাজ্বী জহির আহমদ এর সত্ত্বাধিকারি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্বনামধন্য ব্যবসায়ী হাজ্বী জহির আহমদ এর একমাত্র পুত্র সন্তান খোরশেদ আলম জনি (২৪/০৮/২০২৫) ইংরেজি তারিখ দুপুর ০২ ঘটিকায় রাঙ্গামাটি শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।তিনি বাবা-মা,স্ত্রী, ০২ বোন ,০২ ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
মরহুমের মৃত্যুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,রাঙ্গামাটি শাখার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন।সেই সাথে মহান আল্লাহ যেন তার পরিবার পরিজনকে শোক সইবার শক্তি দেন সেই কামনা করেন এবং মরহুমের রেখে যাওয়া পরিবার পরিজন ও আত্নীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পরিবারের সকলকে দোয়া প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।