রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন মুসলিম পাড়ায় পবিত্র জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে র্র্যালী ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (২৬আগস্ট) সকাল ৮টায় আত-তৈয়্যব হাশেমিয়া ফারুকীয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা আয়োজনে পবিত্র ঈদে এ মিলাদুন্নবী জশনে জুলুস অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিশু শিক্ষার্থী, শিক্ষক সকলে মিলে মাদ্রাসা হতে র্র্যালীটি মুসলিম পাড়ার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণসহ কলেমার পতাকা হাতে নিয়ে জুলুসকে স্বাগত জানান। এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন এর সুস্থতার জন্য দোয়া, মুনাজাত ও শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক আজম কাদেরী, শিক্ষক হাফেজ মিজানুর রহমান, মাওলানা আবু নোমান, মো.জাকারিয়া ও মাওলানা তোফাজ্জল হোসেনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত করেন মাওলানা তোফাজ্জল হোসেন।