রাঙামাটির কাপ্তাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।
এসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজান কামাল, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক পাচারে সকলের সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে বিদ্যুৎতের লোডশেডিং, চুরি, বিজিবি কর্তৃক চোরাচালান আটক বিষয়ে আলোচনা করা হয়। সভায় আসন্ন শারদীয় দূর্গাৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।