“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে মহালছড়িতে।
আজ ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলা মৎস্য অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা এবং মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান উদ্বোধনী বক্তব্যে বলেন, “পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে সরকারি-বেসরকারি জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা বলেন, “মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সরকারি সহযোগিতা অব্যাহত রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও কম দামে মাছ ক্রয় করার সুযোগ পাবেন”।
এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ২৫ টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং স্থানীয় চাষিদের মধ্যে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়।