রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর হাবিলদার আমানউল্লাহ’র নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায় এবং মারিশ্যা মাস্টারপাড়া এলাকার নুর আলমের স’মিলের পেছনে নদীর ঘাটে কাঠগুলো ফেলে রেখে যায়।
অভিযানে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৭০ ঘনফুট গর্জন কাঠ ও ১৩৫ ঘনফুট পিঠালি কাঠ উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা। মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।