খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। শনিবার (০৬ সেপ্টেম্বর) উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়ার মৈত্রি বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিহারে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। স্থানীয় মংনু মারমা এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধ মূর্তি দান করেন। এ ছাড়াও গ্রামবাসীর উদ্যোগে ভিক্ষু সংঘের মাঝে জিলাপি, অষ্ট পরিস্কারদান ও অন্যান্য ধর্মীয় দান সামগ্রী প্রদান করা হয়।
এসময় ভিক্ষু সংঘ বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মধু পূর্ণিমার তাৎপর্য নিয়ে ধর্মদেশনা প্রদান করেন। বক্তারা বলেন, মধু পূর্ণিমা দানশীলতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির প্রতীক। এ দিন বৌদ্ধ ভিক্ষুদের প্রতি দান করার মাধ্যমে মানুষ নিজের মধ্যে দয়া, করুণা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত থেকে ধর্মীয় উপাসনা, প্রার্থনা ও দান কার্যক্রমে অংশ নেন। উপস্থিত সবার মাঝে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করে।
স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে উপজেলার প্রতিটি বিহারে মধু পূর্ণিমা পালিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উৎসব বৌদ্ধ সম্প্রদায়সহ সমাজের সর্বস্তরে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করবে।
এদিন সকাল থেকে নারী-পুরুষ ভক্তরা ভক্তিভরে বিহারে সমবেত হয়ে সংঘ দান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান ও মধু দানসহ নানা দানকার্য সম্পাদন করেন। পরে আবাসিক ভিক্ষু ও ভান্তেরা বিশ্ব শান্তি, সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন।