রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে “সাংগঠনিক সভা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো:- নুরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসাইন। বিশেষ বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম ও বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটি আরো উপস্থিত ছিল নানিয়ারচর সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহব্বায়ক সজিব চাকমা ও সাবেক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক অনতি চাকমা। বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। দলকে সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।