খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭:২০ ঘটিকায় মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান।
পূজা মন্ডপে আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ইউএনও আবু রায়হান বলেন— দূর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সকল সম্প্রদায়ের মিলনমেলা। এখানে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়। মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট।
মন্ডপ পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ডাঃ স্বপন চক্রবর্তী, সভাপতি বিপুল চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মজুমদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বণিক ও সদস্য জুয়েল দাশ।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্ত-অনুরাগী।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মহালছড়ি দক্ষিণাকালী মন্দির এলাকায় ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। চারিদিকে আলোকসজ্জা, ভক্তদের ঢল ও ধর্মীয় গান-বাজনায় মুখরিত হয়ে উঠেছে মন্ডপ প্রাঙ্গণ। স্থানীয়রা জানান, প্রতিবছর এই মন্দিরে হাজারো মানুষের সমাগম ঘটে এবং পূজা উপলক্ষে এখানে এক অনন্য মিলনমেলার পরিবেশ তৈরি হয়।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন বই লিপিবদ্ধ করেন।