রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভূমিদাতা ও সাবেক সভাপতি চিংথোয়াই মারমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেব জ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, মুইথুইঅং মারমা, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, হেডম্যান প্রেমা তালুকদার, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, বিএনপির সদস্য সোলেমান, জিকু কুমার দে, লাকী মারমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা এবং বিভিন্ন এলাকার হেডম্যান, কার্বারী, মেম্বার ও সুশীল সমাজের প্রতিনিধি।
সভায় প্রধান অতিথি দীপেন তালুকদার দীপু বলেন, “দুর্গম এ রাজস্থলীতে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে জেনে আমি আনন্দিত। আগামীতে বিদ্যালয়টি যাতে সরকারি করণ করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির বিষয়ে মতামত প্রকাশ করেন।