রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আজ রবিবার (৫ অক্টোবর) পাহাড়ের প্রাণের এই খেলা অনুষ্ঠিত হয় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, এই খেলা অংশ গ্রহণ করেন মোট ৯টি পাড়া দল। চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় হেডম্যান পাড়া ও যৌথ খামার , উত্তেজনাপূর্ণ লড়াইয়ে হেডম্যান পাড়া দল ৩–০ গোলে পরাজিত করে যৌথ খামার দলকে। খেলার মাঠজুড়ে দর্শকদের উল্লাসে মুখরিত হয় গোটা এলাকা।
টুর্নামেন্টের সার্বিক আয়োজন করে বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার যুবক-যুবতীবৃন্দ, আহ্বায়ক রনি তালুকদার এবং সঞ্চালনা করেন সুমন বড়ুয়া। দিনব্যাপী এই ক্রীড়া উৎসবে এলাকাজুড়ে ছিল উচ্ছ্বাস, আনন্দ আর মিলনমেলার আবহ।
এই সময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, বাবু মংসুইখই মারমা, সাবেক নির্বাহী প্রকৌশলী, বান্দরবান পৌরসভা। প্রধান অতিথি ছিলেন বাবু আদোমং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাবু সাচিং মারমা। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাবু ঞোমং মারমা এবং বিভিন্ন পাড়া এলাকাবাসী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু সাচিং মারমা, বিশিষ্ট সমাজসেবক, বলেন— “খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে, আর সমাজকে একত্রিত করে। এই মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্ট পাহাড়ের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখার অন্যতম একটি মাধ্যম। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতেও যেন এই ঐতিহ্য ধরে রাখা যায়, সেই প্রত্যাশা রাখি।”
বাবু আদোমং মারমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বলেন— “এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলাধুলা নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। প্রতি বছর এমন আয়োজন তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও ইতিবাচক জীবনের পথে অনুপ্রাণিত করে। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়ায়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি।”
বাবু ঞোমং মারমা, বিশেষ অতিথি, বলেন— “খেলাধুলা তরুণ সমাজকে গঠনমূলক কাজে যুক্ত রাখে। আজকের এই টুর্নামেন্টে আমি যুবকদের মধ্যে প্রচণ্ড উৎসাহ ও ঐক্যের চিত্র দেখেছি। আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা এখন সময়ের দাবি।”
দিনভর মাঠে ছিল দর্শকদের ভিড়, উল্লাস আর ঢাক-ঢোলের শব্দ। এলাকার প্রবীণ ও তরুণ সবাই মিলেমিশে উপভোগ করেন পাহাড়ের ঐতিহ্যবাহী ওয়াগ্যেয়াই উপলক্ষে এই ক্রীড়া উৎসব। খেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন পাড়া কেন্দ্রের সম্মানিত ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো মাঠে তখন ধ্বনিত হচ্ছিল উচ্ছ্বাসের স্লোগান—“হেডম্যান পাড়া চ্যাম্পিয়ন!
বাঙ্গালহালিয়ার এই ঐতিহ্যবাহী মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর ঐক্য, ভ্রাতৃত্ব ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ৯টি পাড়ার তরুণদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট আজ এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে। পাহাড়ের তরুণরা যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড় ও নেতৃত্বদানকারী প্রজন্ম।