রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের স্মৃতি বিজরিত শুভ বৈশাখী পুর্ণিমা উদযাপন করা হয়েছে।
গৌতম বুদ্ধ এ পুর্ণিমা তিথিতে জন্ম, বদ্ধুত্ব এবং পরিনির্বাণ লাভ করেন।
এ পুর্ণিমাকে ঘিরে শনিবার সকাল থেকে মারমা সম্প্রদায় সহ অন্যান্য বৌদ্ধ ধর্মালম্বীর দায়ক দায়িকারা বিভিন্ন দানীয় সামগ্রী নিয়ে চিংম্রং বিহারে হাজির হন।
সকাল ৮ টায় চিংম্রং বৌদ্ধ বিহার এর বোধিবৃক্ষ নিচে পঞ্চশীল প্রার্থণা, সংঘদান, অষ্টপরিস্কার, বুদ্ধমুর্তি সহ নানান দান কার্য সম্পাদন করা হয়।
দান কার্য শেষে পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন চিংম্রং বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।
এ সময় তিনি সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন।
তিনি দেশনায় আরো বলেন, বুদ্ধের নীতি, আর্দশ ও অনুসরণ মেনে চললে পৃথিবীতে শান্তি আসবে।
ধর্মসভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, বিহার পরিচালনা কমিটির সদস্য মংসুইপ্রু মারমা, বিহার পরিচালনা কমিটির সদস্য থোয়াইহা চিং মারমা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হ্লাথোয়াই মারমা, ইউপি সদস্য ক্যপ্রু চৌধুরী, বিহার পরিচালনা কমিটির সদস্য পাইসু মারমা।
এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মহা বোধিবৃক্ষে চন্দন জল সিঞ্চন করেন বিহার অধ্যক্ষ ভদন্ত পামাক্ষা মহাথের, পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা। এ সময় সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে বিহার প্রাঙ্গন।