বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। রঙিন ফানুস ও প্রদীপের আলোয় ঝলমলে হয়ে উঠেছিল পুরো পাহাড়ের আকাশ। শত শত বৌদ্ধ ভক্ত ও দর্শনার্থীর অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় মিলনমেলায়।
প্রতিবছরের ন্যায় এবারও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান শহরসহ বিভিন্ন বিহারে রথযাত্রার আয়োজন করা হয়। ভক্তরা সকালে বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ ও দান সম্পন্ন করার পর শুরু হয় মনোমুগ্ধকর রথযাত্রা। বিভিন্ন বয়সের নারী-পুরুষ হাতে প্রদীপ, ফুল ও ধূপ নিয়ে রথ টানতে অংশ নেন। এ সময় ধর্মীয় সঙ্গীত, ঘণ্টাধ্বনি ও বৌদ্ধ প্রার্থনায় মুখরিত হয়ে উঠে বান্দরবান শহর গোটা এলাকা।
রথযাত্রা শেষে বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ভিক্ষুদের ধর্মদেশনা, আকাশে রঙিন ফানুস উড়ানো ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে বান্দরবান বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং স্থানীয় সমাজ নেতৃবৃন্দ জানান—বক্তব্যে তারা বলেন, “প্রবারণা পূর্ণিমা হলো আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের উৎসব। সকল প্রাণীর মঙ্গল কামনায় ও দুঃখ মুক্তির আকাঙ্ক্ষায় এই উৎসব পালন করা হয়। রথযাত্রা বৌদ্ধ ঐতিহ্যের অংশ, যা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা বহন করে।”
রাতে পাহাড়ি বিহারগুলোতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আলোকিত হয়ে ওঠে বান্দরবান শহর। রঙিন ফানুসে আকাশ ভরে ওঠে, যা মন জয় করে নেয় দর্শনার্থীদের।
অতীতের ঐতিহ্যকে ধরে রাখার এই রথযাত্রা উৎসব প্রবারণা পূর্ণিমায় বান্দরবানের মানুষকে আরও ঐক্যবদ্ধ করেছে ধর্মীয় ভ্রাতৃত্ব ও আনন্দের বাঁধনে।