রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজার এলাকায় মেডিক্যাল ক্যাম্পিং করেছে সেনাবাহিনী। আজ বুধবার সকালে বাঘাইহাট জোনের ১৪ ইষ্ট বেঙ্গল এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিদ বিন হাফিজ, মেডিকেল কর্মকর্তা (আরএমও) ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান ও মাচালং আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান।