বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (১১ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক জেলা সিনিয়র যুগ্ন জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান।
কঠিন চিবরদান উপলক্ষে পুন্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও নানাবিধ দান সহ মহতী পূণ্যানুষ্ঠান সম্পাদন করেন। সকালে প্রথমার্ধের অনুষ্ঠান শেষে রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের মধ্য দিয়ে এডভোকেট দীপেন দেওয়ান কঠিন চিবরদানে আগত জনসাধারণের মাঝে ৩১দফা প্রস্তাবনার বিস্তারিত বিষয়াবলি তুলে ধরেন।
গোলসাছড়ি জনবল বনবিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির ভান্তের সভাপতিত্বে এসময় জিয়া পরিষদ সোনালী ব্যাংক শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন। রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রদল নেতা সাধন বিকাশ চাকমা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।