শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ঘিরে রাঙামাটিতে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পৌরসভার প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ সদস্য হাবিব আজম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা ও লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লেকচারার শাহজালাল সুমন।
ইয়ুথের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায়
ও সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিযোগি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মোবারক হোসেন শিশুদের স্বাভাবিক বেড়ে উঠা নিশ্চিত করতে পড়ালেখার বাড়তি চাপ না দিয়ে খেলাধুলার পাশাপাশি অন্যান্য কর্মকান্ডে অংশ নেওয়ার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়া জন্মের ৪৫দিনের মধ্যে জন্মনিবন্ধন ও মৃত্যু পর দ্রুত সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে উপস্থিত সকলকে আহ্বান জানান পৌর প্রশাসক।
ও সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিযোগি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মোবারক হোসেন শিশুদের স্বাভাবিক বেড়ে উঠা নিশ্চিত করতে পড়ালেখার বাড়তি চাপ না দিয়ে খেলাধুলার পাশাপাশি অন্যান্য কর্মকান্ডে অংশ নেওয়ার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়া জন্মের ৪৫দিনের মধ্যে জন্মনিবন্ধন ও মৃত্যু পর দ্রুত সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে উপস্থিত সকলকে আহ্বান জানান পৌর প্রশাসক।
আলোচনার পর চিত্রাংকন প্রতিযোতিায় ৩টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী শতাধিক শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।