চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটির কাউখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল তালুকদার ও তার ভাই বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কোরবান আলীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
আজ (১৩ ডিসেম্বর) শুক্রবার জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ইসমাইল তালুকদার ও কোরবান আলী কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ের মোঃ আবুল খায়ের তালুকদারের ছেলে।
জেলা বিএনপি ও উপজেলা বিএনপির তথ্যমতে গত ১৪ অক্টোবর, ২০২৪ইং চট্টগ্রাম হতে প্রকাশিত “একটি পত্রিকায় “কাউখালী বিএনপি নেতাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা বিএনপি গত ১৮ অক্টোবর ২৪ তারিখে প্রকাশিত সংবাদের সভ্যতা যাচাইয়ের জন্য একটি ৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে । গঠিত তদন্ত কমিটি সরজমিনে ঘটনার সত্যতা যাচাই বাচাই করে গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখে তদন্তের লিখিত রিপোর্ট দাখিল করলে ঘটনার সত্যতা প্রমানিত হওয়াতে তাদের পদ স্থগিত করা হয়েছে।
ওই তদন্ত রিপোর্টে বলা হয়েছে দুজনই দলের সকল নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করায় তাদের দলীয় সকল পদ পদবী আগামী ১৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ১(এক) মাসের জন্য স্থগিত করা হইল। পরবর্তিতে স্থানীয় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
পদ স্থগিতাদেশ বিষয়ে জানতে মোঃ ইসমাইল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান এবং তিনি পদ স্থগিতাদেশ বিষয়ে অবগত নাই বলে জানান। অন্যদিকে বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোঃ কোরবান আলী’র মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।