দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল বরমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ সম্পন্ন হয়েছে। (১০ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়নের চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ এমরান হোসেনের, মো. তৌহিদুল ইসলাম খোকন ও শাহজাহান হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)- বরমা ইউনিয়ন শাখার সভাপতি মো. মোসলেম খান। প্রধান বক্তা ছিলেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল- চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মো. আনিসুর রহমান চৌধুরী (মেম্বার)। বিশেষ অতিথি ছিলেন গণতান্ত্রিক যুবদল- চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, বরমা ইউনিয়ন এলডিপির সেক্রেটারি মো. আমিনুল হক রাশেদ, সাবেক ইউপি (মেম্বার) মো. শাহ আলম, শাহরিয়ার ইমরান, যুবদল নেতা মোরশেদুল আলম, মো. মফিজুর রহমান, মো. রোমান, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ দুলাল, মো. নাজিম উদ্দীন, বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি মো. ইলিয়াছ, মো. সালাউদ্দিন, মো. কামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বাংলাদেশের এক নম্বর তথা প্রথম নিবন্ধিত ও আদর্শ রাজনৈতিক দল। এ দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম দূর্নীতির বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ। এশিয়ার প্রখ্যাত পরিচ্ছন্ন ও দূরদর্শী নেতা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তিনিই চন্দনাইশ থানা, উপজেলা, পৌরসভা স্থাপন করেছিলেন। তাঁরই সুযোগ্য পুত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাক-কান-গলার বিশেষায়িত হাসপাতাল সাহিকের সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক’কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বক্তারা জনগণের কাছে আহবান জানান।