বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে এইচএসসি ফলাফলে চরম বিপর্যয়

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

চলতি শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় শিক্ষার মান নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। উপজেলার দুটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান—রাজস্থলী সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজ—এবারের পরীক্ষায় আশঙ্কাজনকভাবে কম ফলাফল করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, রাজস্থলী সরকারি কলেজে মোট ১২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ১৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে, যা শতকরা ১০.৮৫ শতাংশ। অপরদিকে, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে কেবল ১৮ জন শিক্ষার্থী পাস করেছে, পাশের হার ৯.১৮ শতাংশ। দুই কলেজেরই ফলাফল স্থানীয় শিক্ষা অঙ্গনকে হতবাক করে দিয়েছে।

ফলাফলের এই বিপর্যয়ের কারণ হিসেবে সংশ্লিষ্টরা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক উদাসীনতা, শিক্ষার্থীদের পাঠে অনীহা এবং পাঠদানে গাফিলতিকে দায়ী করছেন। অনেকে বলছেন, সঠিক তদারকি ও শিক্ষার্থীদের মানসিক অনুপ্রেরণা না থাকায় ফলাফল এই পর্যায়ে নেমে এসেছে।

স্থানীয় অভিভাবক নুরুল ইসলাম বলেন, “আমরা সন্তানদের পড়াশোনায় আগ্রহী করতে পারিনি, আবার কলেজ থেকেও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে ফলাফল এমন হওয়াটা আশ্চর্যের কিছু না।”

রাজস্থলী সরকারি কলেজের এক শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “শিক্ষার্থীদের উপস্থিতি কম, নিয়মিত পাঠচক্রে অংশগ্রহণ করে না। এছাড়া পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার ফলেই এই বিপর্যয়।”

অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আগামী বছরগুলোতে রাজস্থলীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থা আরও নাজুক হয়ে পড়বে। তাই তারা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজের এইচএসসি ফলাফল শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পুরো এলাকার শিক্ষার মানের একটি সতর্ক সংকেত। সময়মতো উদ্যোগ না নিলে এ অবস্থা আরও ভয়াবহ রূপ নিবে বলে শঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাটিরাঙার তাইন্দংয়ে নৌকার পথসভায় হাজারো মানুষের ঢল

বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান পল্লী বর্ণিল সাজে সজ্জিত

লোগাং সফরের মধ্য দিয়ে পাহাড়ে শান্তির বীজ বপন করেছিলেন শেখ হাসিনা- অপু

ইংরেজি শিক্ষা উন্নয়নে প্রভাষক নুরুল আবছারের বই প্রকাশ

ব্যবসায়ী কামাল হোসেনের সংবাদ সম্মেলন খবরের প্রতিবাদ

রাঙামাটিতে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

জুরাছড়িতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, আহত ৪

খাগড়াছড়িতে ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

খাগড়াছড়ির জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

error: Content is protected !!
%d bloggers like this: