রাঙামাটির বাঘাইছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে সৌখিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার পুরাতন মারিশ্যা মাঠে আয়োজক “পুরাতন মারিশ্যা ফুটবল একাদশ” এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় সৌখিন খেলার এই উৎসবমুখর ফাইনাল ম্যাচটি।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় “জার্মান একাদশ” বনাম “সৌদি আরব একাদশ”। খেলায় ট্রাইবেকারে জার্মান একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে বিজয়ী হয় সৌদি আরব একাদশ। খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।
খেলার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।
উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা, রাঙামাটি জেলা বিএনপির সহ কৃষিবিষয়ক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহারী ও জেলা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। যুবসমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে খেলাধুলার এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।