খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়েনর অযোদ্ধা এলকায় এক পাহাড়ি কিশোরী’কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয়’রা রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে ধর্ষণের অভিযোগে স্থানীয়’রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরো দু’জন পলাতক রয়েছে। তারা হলেন সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)।
থানা সূত্র জানা যায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ঐ কিশোরী’কে স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় ৪ জন স্থানীয় যুবক তাকে কথা বলার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঘটনাটি গোপন রেখে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করেছে। বিষয়টি জানা জানি হলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে দু’জন কে আটক করেছে। বাকী দুইজনকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।।