প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে মারিশ্যা জোন ২৭ বিজিবি ব্যাটালিয়ন। গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায় আনুমানিক মঙ্গলবার রাত ৯ ঘটিকায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযান পরিচালনাকালিন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশী Elegance এবং Win সিগারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় Elegance ৭০ কার্টুন এবং Win ৫০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। উক্ত কার্টুনগুলো খুলে Elegance ৭০০ প্যাকেট এবং Win ৫০০ প্যাকেট বিদেশী ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেট এর সর্বমোট সিজার মূল্য ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্ত হাজার) টাকা মাত্র।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।