গুইমারায় ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক যুব ফোরাম।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় সমাবেশে এংগেজ চাকমার সঞ্চলনায় ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন কালো বরন চাকমা গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি।
এদিকে মাচালংয়ে ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোত্রুটিক ফ্রন্ট ইউপিডিএফ সাজেক ইউনিট সমাবেশে কিরন চাকমার সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক সুমন চাকমা প্রমুখ।
একই ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোত্রুটিক ফ্রন্ট ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিট।
প্রতিবাদ সমাবেশে বিমল চাকমার সঞ্চলনায় বাঘাইছড়ি ইউনিটের ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুজন চাকমাও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি রত্নজোতি চাকমা।
বক্তরা বলেন, খাগড়াছড়ি গুইমারাতে সন্ত্রাসিরা গত কাল ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা,( আগুন( কে গুলি করে হত্যা করেছে। শুধু গুইমারায় নয় সন্ত্রাসিরা প্রকাশ্য দিবালকে নিরাপত্তা বাহিনীর আশ্রয় প্রশয়ে একের পর এক হত্যাকান্ড চালাচ্ছে অথচ সরকার এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি, বরং তাদের কে দিয়ে পাহাড়ে প্রতিনিয়ত সংঘাত জিইয়ে রেখেছে বলে বক্তরা অভিযোগ করেন।
সমাবেশ থেকে অভিলম্বে আগুন মারমার হত্যাকারি সন্ত্রাসিদের গ্রেপ্তার করে আইনে আওতায় আনার অনুরোধ জানান।