রাজস্থলী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোন অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন—
বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াত ইসলামের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশত খান, কৃষি কর্মকর্তা শাহরিয়ার বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা এনাম, সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী সরকারি কলেজের প্রতিনিধি বিশ্বজিৎ সেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় রাজস্থলী ক্যাম্প অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমান বলেন—“রাজস্থলী উপজেলাটি একটি সম্প্রীতির বন্ধনে গাঁথা এলাকা। এখানে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। যে এলাকায় সন্ত্রাসের কার্যকলাপ থাকবে, সেখানে কখনো উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়ন করতে হলে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান বলেন—“মাদকবিরোধী কার্যক্রমকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। সমাজের সব শ্রেণির মানুষকে যুক্ত করে মাদকমুক্ত, সুখী ও সমৃদ্ধ রাজস্থলী গড়াই আমাদের লক্ষ্য। সরকারের রূপকল্প বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টাই হবে সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন— “বাল্যবিবাহ নারীর শারীরিক ও মানসিক বিকাশের পথে বড় বাধা। এটি নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। আমরা সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে চাই, যাতে রাজস্থলী উপজেলা একটি আদর্শ সমাজে পরিণত হয়।”
সভায় বক্তারা রাজস্থলীতে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।