বে- সরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের আয়োজনে কাউখালী উপজেলার পোয়াপাড়া রিসোর্স সেন্টারে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গণ্য মান্য ব্যাক্তিদের নিয়ে দিন ব্যাপি এক ওরিয়েন্টেশন সভা গতকাল বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন। এ সময় ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, ঘাগড়া ইউপি ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ মুনির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক রন্জনবিকাস চাকমা। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাক উপজেলা ম্যানেজার রীতা চাকমা।
এ সময় ওরিয়েন্টেশন সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও লীনের প্রতিনিধি জ্ঞান বিকাস চাকমা, কলমপতি ইউপির সাবেক মেম্বার অমর শান্তি চাকমা, রেনুকা চাকমা, আয়না চাকমা, কমল চাকমা, সামাউ মারমা, তন্দ্রা চাকমা সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে ২০ জন গণ্য মান্য ব্যাক্তিবর্গ।