রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান কক্ষে চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ইউপি সদস্য ও সদস্যাবৃন্দের সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাইয়ুম হোসেন মিরাজ এর প্রস্তাবে এবং অন্যান্য সদস্যদের সমর্থনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলনকে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। পাশাপাশি ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইসিংমং মারমা ২নং এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা সালমা আক্তার ৩নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিমুল দাশ, মং উ চিং মারমা, থোয়াইসুইমং মারমা, ইউনিয়ন সচিব চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নবনির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন নির্বাচনের পর সাংবাদিকদের বলেন, “দীর্ঘ প্রায় চার বছর অতিবাহিত হলেও ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে কিছুটা আক্ষেপ ও হতাশা ছিল। আমি চেষ্টা করবো সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে। সহযোগিতা পেলে অত্র ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
চেয়ারম্যান আদোমং মারমা নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্যানেল চেয়ারম্যানরা চেয়ারম্যানের সহযোগী হিসেবে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আশা করি, তারা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করবেন।”


















