রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা। রবিবার গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ ইব্রাহিম এ দাবি জানিয়ে বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান পক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কতৃপক্ষের দেয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে কোন প্রকার কোটা এবং শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার ৭ শতাংশ কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারী নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধিনে বিগত নিয়োগগুলোতে প্রমাণিত হয়েছে। এ ধরনের বৈষম্যনীতি থেকে সরে এসে জনসংখ্যানুপাতে নিয়োগ সম্পাদন করতে ইতিপূর্বে জেলা পরিষদের প্রতি আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। কিন্তু রাঙামাটি জেলা পরিষদ এ গণদাবি উপেক্ষা করে একের পর এক বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করে জনসাধারণের অধিকার হরণ করে চলেছে।
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি জেলা পরিষদের অধিনে যে কোন নিয়োগের আগে সংস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ নেয়ার নিদর্শনা থাকলেও রাঙামাটি জেলা পরিষদ কতৃপক্ষ নিয়োগের ক্ষেত্রে সে নিদর্শনা উপেক্ষা করে চলেছে।
নেতৃবৃন্দ বলেন, ৫ আগষ্ট ২০২৪ ছাত্র জনতার বিপ্লব পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশের চেতনা বিরোধী কার্যক্রম লিপ্ত রয়েছে রাঙামাটি জেলা পরিষদ। যা পার্বত্যবাসী সহ বাংলাদেশের মানুষ কোনভাবেই কামনা করে না।
নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতসহ নিয়োগ পরীক্ষা বাতিলের উদ্যোগ না নিলে জেলা পরিষদের এ অনিয়মের বিরুদ্ধে পার্বত্যবাসীকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একপেশেনীতি অবলম্বন করলে দূর্নীতিবাজ ও সাম্প্রদায়িক জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের পদত্যাগের একদফা কর্মসূচি ঘোষণা করা হবে।


















