রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে বন মামলার আসামী সোহেল পাটোয়ারী প্রকাশ ভাঙা সোহেল কে গ্রেফতার করা হয়েছে। তিনি ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের কোব্বাতের ঘোনার মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর সিনেমা হল এলাকা হতে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
ওসি আরোও জানান, কাপ্তাই থানার এসআই আবদুর রব সঙ্গীয় ফোর্স সহ কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নস্থ সিনেমা হল এলাকা থেকে কেপিএম এর বন থেকে গাছ চুরির রুজুকৃত কাপ্তাই থানার মামলা নং-২, তারিখ ০৮/১১/২০২৫ইং, ধারা-৩৭৯ পেনাল কোড এজাহারনামীয় ৪নং আসামি মোঃ সোহেল পাটোয়ারী প্রঃ ভাঙ্গা সোহেল (৩২) কে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় আরোও ৫ টি মামলা রয়েছে বলে ওসি জানান।
পুলিশ জানান আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) আসামীকে রাঙামাটি আদালতে চালান মোতাবেক সোপর্দ করা হবে।


















