রাঙামাটি ২৯৯ নং আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক জেলা যুগ্ন জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার সকালে রাঙামাটি শহরের পর্যটন হলিডে কমপ্লেক্সের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এই নির্বাচনী মতবিনিময় সভায় যোগদান করেন।
দীপেন দেওয়ান বলেন, আমার বিজয় রাঙামাটিবাসী ও বিএনপি পরিবার। ১০ উপজেলার পাহাড়ি বাঙালি আমার প্রাণপ্রিয় ভোটারা এবং বিএনপি পরিবার পরিজনের ভালোবাসা নিয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও ভালবাসা চাই। আপনাদের পরামর্শ, মেধা ও সঠিক দিকনির্দেশনা দিয়ে আমাকে এগিয়ে নেবেন এই প্রত্যাশা করছি। দীপেন দেওয়ান আরো বলেন, আমি রাঙামাটি পার্বত্য জেলাকে সুসংগঠিত করে একটি উন্নয়নমূখী ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলবো। এতে আপনাদের দয়া ও সহযোগিতা লাগবে।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা মহিলা দলের নেত্রী মৈত্রি চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলা ও উপজেলা বিএনপি অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















