আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর কাপ্তাইয়ের ব্যাঙছড়ি বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ এ লজ্জাবতী বানরটিকে উদ্ধার করা হয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কোন এক ব্যাক্তি লজ্জাবতী বানর টি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রওনা হই । আমরা ঘটনাস্থলে গেলে বানরটিকে কাগজের বাক্স বন্দী অবস্থায় ফেলে রেখে দৌঁড়ে জঙ্গলে পালিয়ে যায় পাচারকারী ।
শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয় বানরটিক।